সেবা সহজীকরণের লক্ষ্যে ৯ম গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য ব্যবহৃত বিদ্যমান ACR Form “বাংলাদেশ ফরম নং-২৯০-ঘ (সংশোধিত)” সংশ্লিষ্ট সকলের ব্যবহারের সুবিধার্থে জনপ্রশাসন ওয়েবসাইটে PDF আকারে (UPLOAD) করা হয়েছে। এ সংক্রান্ত আদেশ নিম্নে সন্নিবেশিত করা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

সিআর-৩ শাখা

www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.১০২.১৪.০০৪.১৪.১০৩; তারিখ: ২৯ ডিসেম্বর ২০১৯

বিষয়: সেবা সহজীকরণের লক্ষ্যে ACR Form জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সন্নিবেশিতকরণ।

উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সেবা সহজীকরণের লক্ষ্যে ৯ম গ্রেড ও তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য ব্যবহৃত বিদ্যমান ACR Form “বাংলাদেশ ফরম নং-২৯০-ঘ (সংশোধিত)” সংশ্লিষ্ট সকলের ব্যবহারের সুবিধার্থে জনপ্রশাসন ওয়েবসাইটে PDF আকারে (UPLOAD) করা হলো। উল্লেখ্য, ফরমটি কোন প্রকার পরিবর্তন করা যাবে না এবং তা অবশ্যই নিজ হাতে পূরণ করতে হবে।

(শেলিনা খানম)

উপসচিব

ফোন: ৯৫৫০৩৯৩

  • কর্মকর্তাদের ACR তৈরিতে ওয়েবসাইটের PDF ব্যবহার করা যাবে সংক্রান্ত পত্রটি সংগ্রহে রাখুন: ডাউনলোড
  • ACR Form টি এখনই সংগ্রহ করে রাখনু: ডাউনলোড
  • ১-২০ গ্রেডের আলাদা আলাদা এসিআর ফরম ডাউনলোড করুন: গুগল ড্রাইভ

 

আরও দেখুন: 

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2987 posts and counting. See all posts by admin